প্রকাশিত: Wed, Jul 19, 2023 9:43 PM
আপডেট: Sun, Jan 25, 2026 4:45 PM

[১]শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল [২]ভোটের আগে জাতীয়করণ নয়: মন্ত্রী [৩]আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকরা

মাজহারুল মিচেল: [৪] শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈঠক করেন।

[৫] মন্ত্রী জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে আগস্ট মাসে দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে।  

[৬] তিনি জানান, মাধ্যমিক পর্যায়ের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। করোনাকালীন শিক্ষাক্রমের ক্ষতি পোষাতে এই সমন্বয় করার নির্দেশ দেন তিনি। ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন শেষ করারও নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

[৭] দিপুমনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যেই শেষ করা হবে। ২৯ জুলাই মহররমের ছুটি থাকবে। পরদিন রোববার থেকে নিয়মিত ক্লাস হবে।

[৮] এদিকে আন্দোলনরত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি আমাদের নতুন সময়কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, তারা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব